দক্ষিণী তারকা রশ্মিকার নতুন লুক ভাইরাল, কটাক্ষের মুখেও ভক্তদের হৃদয়ে শীর্ষে
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই যেন দর্শকদের আলাদা উন্মাদনা। আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্যা রাইজ’ যেমন আলোড়ন তুলেছিল, তেমনি ছবির নায়িকা রশ্মিকা মন্দনাও দর্শকদের কাছে হয়ে উঠেছেন বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু।
জাতীয় ক্রাশ খ্যাত এই নায়িকা প্রায়ই নিজের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সম্প্রতি হালকা গোলাপি ও সাদার চেক ডিজাইনের একটি শর্ট ড্রেস ও মিলিয়ে নেওয়া ব্লেজার পরিহিত রশ্মিকার নতুন লুক ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সাজে ছিল ট্রান্সপারেন্ট হিল ও চুলে ক্ল্যাচার— যা ভক্তদের মুগ্ধ করলেও, নেটিজেনদের একাংশের কাছ থেকে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
অনেকে সরাসরি মন্তব্য করেছেন— “প্যান্ট পরতে ভুলে গিয়েছেন নায়িকা।” আবার কারও কারও তুলনা টানা হয়েছে মালাইকা আরোরার সঙ্গে। তবে এসব নিয়ে যে রশ্মিকা একেবারেই চিন্তিত নন, তা স্পষ্টই বোঝা গেছে।
অভিনয়জীবন নিয়েও এখন দারুণ ব্যস্ত এই অভিনেত্রী। আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে তার ছবি ‘গুডবাই’, যেখানে অমিতাভ বচ্চন, সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থীসহ আরও অনেকে আছেন। এছাড়া শিগগিরই তাকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতে এবং রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’-এ। পাশাপাশি ‘পুষ্পা ২’-এর কাজও শুরু হয়েছে, যেখানে আবারও থাকছেন রশ্মিকা।
বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তিনি, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
0 Comments