সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

এশিয়া কাপে চমক! সাব্বির রহমানকে হঠাৎ দলে নিলো বিসিবি

এশিয়া কাপে বাঘের গর্জন! দলে ফিরলেন সাব্বির রহমান

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে আলোচনায় নাম লিখালেন সাব্বির রহমান। একসময় জাতীয় দলের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ছিলেন তিনি। ২০১৬ সালের এশিয়া কাপেই (টি-২০) সেরা খেলোয়াড় হয়ে ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করেছিলেন সাব্বির। সেই সাব্বিরই এবার ফিরছেন আবারও এশিয়া কাপে, বিসিবির হঠাৎ ডাক পেয়ে।

আগামী সেপ্টেম্বরে বসছে এশিয়া কাপের আসর। টি-২০ ফরম্যাটে প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলতে একজন বিধ্বংসী ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা অনুভব করেছে টিম ম্যানেজমেন্ট। তাই এবার ভরসা রাখা হচ্ছে সাব্বিরের ওপর।

ক্যারিয়ারের শুরুর দিকে দাপুটে ব্যাটিং দিয়ে সবার মন জয় করেছিলেন সাব্বির। প্রতিটি বলে বড় শট খেলার চেষ্টা, দ্রুত রান তোলার ক্ষমতা আর আক্রমণাত্মক ভঙ্গি তাকে করে তুলেছিল নির্বাচকদের অন্যতম ভরসা। তবে ফর্ম হারিয়ে কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন তিনি। জাতীয় দলে জায়গা হারালেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের লড়াই চালিয়ে গেছেন নিরন্তর।

শেষ পর্যন্ত সেই ধৈর্য আর পরিশ্রমের পুরস্কারই যেন মিলল বিসিবির এই সিদ্ধান্তে। দলে অভিজ্ঞতা আর পাওয়ার হিটিংয়ের ঘাটতি পূরণ করতে সাব্বির রহমানকে ফেরানো হয়েছে। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং কিংবা ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার দক্ষতা এখনো তাকে করে তুলতে পারে দলের বড় ভরসা।

বাংলাদেশ যখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন পুরনো ভরসার হাত ধরে জেগে উঠছে নতুন আশার আলো। সমর্থকরাও তাই আবার স্বপ্ন দেখছে—“এশিয়া কাপে সাব্বির রহমানের ব্যাটে ফিরবে সেই আগুনঝরা ইনিংস।”

Post a Comment

0 Comments