এশিয়া কাপ ২০২৫ বিজ্ঞাপনের দামে রেকর্ড!
ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বিজ্ঞাপনের চাহিদা আকাশছোঁয়া । টিভি বিজ্ঞাপনের দাম উঠেছে ১০ সেকেন্ডে ১৬ লাখ টাকা পর্যন্ত!
সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (SPNI), যাদের মিডিয়া রাইটস আছে ২০৩১ পর্যন্ত, তারা ভারত ম্যাচের বিজ্ঞাপনের দাম নির্ধারণ করেছে প্রতি ১০ সেকেন্ডে ১৪-১৬ লাখ টাকা।
টিভি বিজ্ঞাপনের প্যাকেজ:
সহ-প্রেজেন্টিং স্পনসরশিপ: ১৮ কোটি
অ্যাসোসিয়েট স্পনসরশিপ: ১৩ কোটি
স্পট-বাই (সব ম্যাচ):১০ সেকেন্ডে ১৬ লাখ
0 Comments