সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

অবিশ্বাস্য! ২৯ বলে ১০টি ছক্কা—ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড!

ইতিহাস গড়া ইনিংস! জর্ডান কক্সের ঝড়ো ব্যাটিং, ২৯ বলে ৮৬ রান, ১০ ছক্কা

দ্য হান্ড্রেডে এক ইনিংসের রেকর্ড ভাঙা দিব্য ঝড় দেখা গেল। ওভাল ইনভিনসিবলসের তরুণ ইংলিশ ব্যাটার জর্ডান কক্স মাত্র ২৯ বলেই তুলে নিলেন ৮৬ অপরাজিত রান, যা দ্য হান্ড্রেড ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ইনিংস হিসেবে ধরা হচ্ছে।

প্রথম ৮ বলেই কক্স সংগ্রহ করেছিলেন মাত্র ৮ রান। কিন্তু এরপর শুরু হলো ছক্কার মেলবন্ধন। পরবর্তী ২১ বলে তিনি হাঁকান ১০টি ছক্কা, যেন প্রতিটি বলেই রেকর্ড ভাঙার ঘোষণা।

কক্সের ঝড়ো ব্যাটিংয়ে ওভাল ইনভিনসিবলস নির্ধারিত ১০০ বলে ২২৬ রান তুলে দ্য হান্ড্রেডের ইতিহাসে সর্বোচ্চ দলগত সংগ্রহ গড়লো। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ম্যানচেস্টার অরিজিনালসের ২০৮ রান

ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও কক্সের ইনিংস অসাধারণ। এর আগে এক ইনিংসে ১০ ছক্কার রেকর্ড ছিল কেবল লিয়াম লিভিংস্টোনের (২০২১, ৪০ বলে ৯২ রান)। কক্স সেটি আরও কম বলে করেছেন। এছাড়া সবচেয়ে কম বলে ১০ ছক্কা মারার রেকর্ডেও তিনি যৌথ শীর্ষে উঠে গেলেন ভারতের অভিষেক শর্মা-র সঙ্গে।

ম্যাচের ফলাফল: রান তাড়ায় নেমে ওয়েলস ফায়ার মাত্র ১৪৩ রানেই অল-আউট। ফলে ইনভিনসিবলস ৮৩ রানের বিশাল ব্যবধানে জয়ী

Post a Comment

0 Comments