১৪ বার ব্যর্থ চেষ্টার পর সালমানের পরামর্শে গর্ভবতী হন কৃষ্ণা শাহ
কাপিল শর্মার শো-এর জনপ্রিয় চরিত্র এবং কমেডিয়ান কৃষ্ণা অভিষেক শুধু তার মঞ্চজীবন নয়, ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন। সম্প্রতি জানা গেছে, কৃষ্ণা ও তার স্ত্রী কাশ্মিরা শাহ এক সময় সন্তান সম্ভাবনার ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হন।
শুরুটা ছিল বিতর্কিত
কৃষ্ণা এবং কাশ্মিরার পরিচয় হয় একটি ছবির সেটে। পরে তারা দীর্ঘদিন রিলেশন এবং লিভ-ইন থাকেন। অবশেষে ২০১৩ সালের ২৪ জুলাই তারা বিয়ে করেন। মজার বিষয় হলো, কৃষ্ণা কাশ্মিরাকে বিয়ে প্রস্তাব দেন ২৩ জুলাই—শুধু একদিন আগেই।
১৪ বার ব্যর্থতা
কাশ্মিরা দীর্ঘদিন সন্তান সম্ভাবনার চেষ্টা করেও সফল হননি। মোট ১৪ বার গর্ভধারণ ব্যর্থ হয়। এই সময়টি তাদের জীবনের জন্য কঠিন হলেও, পরামর্শ ও সাহায্যের মাধ্যমে তারা নতুন আশা পেয়ে যান।
সালমান খানের পরামর্শে পরিবর্তন
কিশ্ণা এবং কাশ্মিরার জীবন বদলে যায় সুপারস্টার সালমান খানের পরামর্শে। তিনি তাদের সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার পথ দেখান।
২০১৭ সালে কাশ্মিরা দুটি যমজ সন্তানের জন্ম দেন আইভিএফ পদ্ধতিতে সারোগেসির মাধ্যমে। কৃষ্ণা অভিষেক জানিয়েছেন, সালমান খান পরিবারের একজন হিসেবে তাদের এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
0 Comments